National

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল আদালত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল মুম্বই আদালত। মুম্বইয়ের বিজেপি সম্পাদকের আবেদনের ভিত্তিতে সমন জারি করেছে আদালত।

আদালতের সমন জারি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অবশ্য মুখ্যমন্ত্রীর জন্য এটা একটা ধাক্কা। গোটা দেশেই এই খবর ছড়িয়ে পড়েছে।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ সামনে এসেছে। মুম্বই বিজেপির সম্পাদক আদালতে আবেদন করে দাবি করেছেন জাভেদ আখতারের একটি সভায় বিশিষ্টজনের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীতের অবমাননা করেন।


এই আবেদনের ভিত্তিতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি করেছে মুম্বইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালত। মুখ্যমন্ত্রীকে সমন পাঠানোর খবরে উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।

আদালত সমন জারি করলেও এই মামলায় মুখ্যমন্ত্রীকে সশরীরের হাজির হতে হবে না। তিনি তাঁর জায়গায় তাঁর আইনজীবীকেও পাঠাতে পারেন। এই মামলার শুনানি রয়েছে আগামী ২ মার্চ।


ঘটনার সূত্রপাত ১ ডিসেম্বর। ওইদিন জাভেদ আখতারের ডাকা ওই আলাপচারিতায় জাতীয় সঙ্গীত বাজছিল। মুম্বই বিজেপি সম্পাদকের অভিযোগ মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীত চলাকালীন পুরো সময় দাঁড়িয়ে ছিলেননা।

তাছাড়া জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই তিনি বেরিয়ে যান। বিষয়টি নিয়ে তখনই বিজেপি সোচ্চার হয়। তবে এটা বোঝা যায়নি যে এটা আদালত পর্যন্ত গড়াবে।

মুখ্যমন্ত্রীকে অবশ্য হাজিরা দিতে হচ্ছেনা। তিনি আইনজীবীকে পাঠিয়ে দিতে পারবেন। তবে এই সমনকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তাপের চাপা উত্তেজনার গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞেরা।

এখন বিষয়টি আদালতে পৌঁছেছে। সেখানেই এই অবেদনের বিচার হবে। কিন্তু তাকে ঘিরে তৃণমূল বিজেপি চাপানউতোরের আঁচ এ রাজ্যে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button