
কে কী খাবে, কে কোথায় যাবে, কে কী পরবে, তা তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু তাতেও নাক গলানো হচ্ছে। বিজেপি-আরএসএসের বিরুদ্ধে এদিন এভাবেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে গৈরিক মেরুকরণ শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ক্রমশ শিক্ষা ক্ষেত্রেও এই গৈরিক মেরুকরণ থাবা বসাচ্ছে। গুজরাটে দলিতদের প্রতি অত্যাচারের কড়া নিন্দা করে এদিন মমতা বলেন, রাজ্যে তিনি এসব বরদাস্ত করবেন না। এ রাজ্যে কোথাও কোথাও কার বাড়িতে কটা গরু আছে তারও হিসাব নেওয়া হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে এসব চেষ্টা হলে তার কড়া মোকাবিলা করবে তাঁর সরকার।