পাহাড়ে গিয়ে নতুন ভাষা শেখার কথা জানালেন মুখ্যমন্ত্রী, নিজে হাতে বানালেন মোমো
পাহাড় সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটি নতুন ভাষা শিখতে চলেছেন বলে জানিয়েছেন। কার কাছে তা শিখবেন তাও জানিয়েছেন সকলকে।
পাহাড় সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার একদম অন্য মেজাজে ধরা দিলেন। সকালে তিনি হাঁটতে বার হন রিচমন্ড হিলের রাস্তা ধরে।
পাহাড়ি রাস্তা। কোথাও উৎরাই তো কোথাও চড়াই। সেই রাস্তা ধরে তিনি এগোতে থাকেন। ছোটদের চকোলেট বিলি করতে থাকেন। তাদের সঙ্গে কথাও বলেন। ছবিও তোলেন।
সাধারণ মানুষের সঙ্গে টুকটাক কথা হয় মুখ্যমন্ত্রীর। এরপর তিনি একটি দোকানের সামনে দাঁড়িয়ে পড়েন। সেখানে যিনি দোকানি তাঁকে ডেকে কথা বলে নিজেই আলাপ করে নেন মুখ্যমন্ত্রী। তারপর দোকানে ঢুকে বাবু হয়ে মেঝেতে বসে পড়েন।
মোমোর দোকানের মালিক কার্যত মুখ্যমন্ত্রীকে এভাবে বাবু হয়ে বসে পড়ে মোমো তৈরি করতে দেখবেন বলে আশা করেননি। তিনি হকচকিয়ে যান। পরে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে বসে মোমো তৈরি করেন।
দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে পাহাড়ের অধিকাংশ মানুষ গোর্খা। তাঁদের ভাষা গোর্খালি। পাহাড়ের মানুষের সঙ্গে যাতে তিনি আগামী দিনে আরও ভাল করে মিশতে পারেন, তাঁদের সুখদুঃখের কথা শুনতে পারেন, সেজন্য তিনি গোর্খালি ভাষা শিখবেন।
মুখ্যমন্ত্রী এও জানান যে তাঁর এক ভাইপো কার্শিয়ঙয়ের মেয়েকে বিয়ে করতে চলেছেন। তাঁদের বিয়ে হয়ে গেলে কার্শিয়ঙয়ের ওই মেয়েটির কাছ থেকে তিনি গোর্খালি ভাষা শিখে নেবেন। যাতে পরে পাহাড়ে এসে তিনি পাহাড়ের মানুষের মাতৃভাষাতেই তাঁদের সঙ্গে কথা বলতে পারেন।