রাজ্যে জন্ম নিচ্ছে ৭টি নতুন জেলা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
রাজ্যে ৭টি নতুন জেলা তৈরি হচ্ছে। বর্তমান জেলা থেকে ভেঙেই তৈরি হবে নতুন জেলা। সবকটি জেলাই তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের অন্য জেলা থেকে কেটে নিয়ে।
রাজ্যে প্রশাসনিক কাজের সুবিধার জন্য জেলা ভাঙার পরিকল্পনা যে তাঁর রয়েছে সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা বাস্তবায়িত করলেন।
এদিন রাজ্যে নতুন ৭টি জেলা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চল নিয়ে নতুন জেলা সুন্দরবন।
উত্তর ২৪ পরগনায় বসিরহাট ও ইছামতী জেলা তৈরি হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন বসিরহাট জেলার নাম বসিরহাট হবে না। নতুন নাম পরে জানানো হবে।
বনগাঁ সাবডিভিশন নিয়ে তৈরি হবে ইছামতী জেলা। যেহেতু সেখান দিয়ে ইছামতী নদী বয়ে গেছে তাই এই নাম মুখ্যমন্ত্রী নিজেই রেখেছেন বলে জানান তিনি।
বাঁকুড়া থেকে ভেঙে বিষ্ণুপুর আলাদা একটি জেলা হিসাবে সামনে আসতে চলেছে। নদিয়ার রাণাঘাট একটি আলাদা জেলার রূপ পাচ্ছে।
মুর্শিদাবাদ থেকে ভেঙে তৈরি হচ্ছে আরও ২টি জেলা। একটি কান্দি এবং অন্যটি বহরমপুর। এই ৭টি জেলা পশ্চিমবঙ্গের মানচিত্রে নতুন করে সংযোজিত হবে। ফলে জেলার সংখ্যা বদলাবে।
আগামী ৬ মাসের মধ্যে এই ৭টি জেলা তৈরি হয়ে যাবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। কারণ নতুন করে জেলা তৈরি করতে গেলে যে সরকারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সেজন্য যা সময় লাগবে তা দিতে হবে।
এখন ২৩টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে। এই ৭টি যুক্ত হলে সংখ্যাটা ৩০-এ পৌঁছবে। প্রশাসনিক কাজে গতি আনতে এই নতুন জেলা তৈরি কতটা কার্যকরী হয় তা সময় বলে দেবে।