গরমের জন্য সোমবার থেকে স্কুল, কলেজে ছুটির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
অসহ্য গরমের জন্য রাজ্যের সব স্কুল কলেজে ছুটির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও এই ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রবল দাবদাহে পুড়ছে বাংলা। চৈত্র শেষ থেকে বৈশাখের শুরুতে এমন ৪০ ডিগ্রি পার করা অসহ্য গরম বড় একটা দেখা যায়না। গরমে নাজেহাল মানুষজন। সেখানে স্কুল, কলেজের পড়ুয়াদের অবস্থাও ভয়ংকর।
অনেক অভিভাবক এমনটাও ভাবছিলেন ছেলে মেয়েকে এই গরমে স্কুলে ২-১ দিন না পাঠালেও হয়। তারমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণা সামনে এল। সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
অসহ্য গরমের কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের সুস্থ রাখতেই এই সিদ্ধান্ত। আপাতত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই ছুটি বহাল থাকবে বলে জানানো হয়েছে।
গরম কমা দূরে থাক এই দাবদাহ পরিস্থিতিই বজায় থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বরং সোমবার গরম বাড়তে পারে বলেই পূর্বাভাস। এদিকে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকে এই এক সপ্তাহ ছুটি দেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। এদিকে পারদ ইতিমধ্যেই ৪১ ডিগ্রি ছুঁয়ে নিয়েছে কলকাতায়। জেলায় আরও কিছুটা বেশিও রেকর্ড হয়েছে তাপমাত্রা।
যদিও পয়লা বৈশাখে সামান্য কমে ৩৯ ডিগ্রিতে দাঁড়ায় কলকাতার পারদ। তবে তা আবারও বাড়ার সম্ভাবনা প্রবল। এই অসহ্য গরমের ছাত্রছাত্রীদের রেহাই দিলেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে আবহাওয়া দফতরও জানাচ্ছে খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে রোদ ওঠার পর না বার হওয়াই ভাল। যদি নেহাতই বার হতে হয় তাহলে প্রচুর জল পান করে, মাথা মুখ শরীর ঢেকে, মাথায় ছাতা নিয়ে বার হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। বাইরে যত কম থাকা যায় ততই মঙ্গল বলে জানাচ্ছেন তাঁরা।