যাঁরা ভোট দেননি তাঁদের কাছে ক্ষমা চান, বার্তা মমতার
২১ জুলাইয়ের মঞ্চ থেকে চেনা ছন্দেই নিজের বক্তব্য পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের কার্যত হুঁশিয়ার করেছেন তিনি।
দলে কোনও ঔদ্ধত্য তিনি বরদাস্ত করবেননা। নেতা থেকে কর্মী, সকলকে মানুষের পাশে থাকতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। দুর্নীতি করা চলবে না, বরদাস্ত করাও চলবে না। যে যে নেতাই হোন, কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত পাওয়া গেলে যে তিনি তাঁকে রেয়াত করবেননা তা ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কার্যত হুঁশিয়ার করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় নেতা কর্মীদের তাঁর পরামর্শ যে আসনে তাঁরা জিতেছেন সেখানকার মানুষের কাছে গিয়ে তাঁদের ধন্যবাদ জানাতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। যেখানে হেরেছেন সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে।
মাটিতে পা রাখার কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, গাড়িতে চড়ে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরা অনেক ভাল। তাতে শরীর ভাল থাকে। অর্থবান নন, বরং বিবেকবান মানুষই তাঁর দলে পছন্দ বলে সাফ জানান তৃণমূল নেত্রী।
এদিন কার্যত দলীয় নেতা, কর্মীদের বারবার হুঁশিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিয়েছেন যদি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ আসে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মাটিতে পা রেখে মানুষের জন্য কাজ করে যেতে হবে সকলকে। লোভ থাকলে চলবে না। তাঁর দলে লোভীর কোনও জায়গা নেই।
এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। অখিলেশ মঞ্চ থেকে দাবি করেছিলেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার বেশিদিন স্থায়ী হবেনা। তার পতন সময়ের অপেক্ষা।
পরে বক্তব্য রাখতে উঠে মমতা বলেন, অখিলেশ উত্তরপ্রদেশে দেখিয়ে দিয়েছেন। তারপর উত্তরপ্রদেশের বিজেপি সরকারের সরে যাওয়া উচিত ছিল বলেই মনে করেন তিনি।