Kolkata

ছাত্রছাত্রীদের দোষ নেই, যা করেছে রাম ও বাম, দাবি মুখ্যমন্ত্রীর

আরজি করে বুধবার মধ্যরাতে ভাঙচুরের ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন পড়ুয়াদের দোষ নেই।

বুধবার রাতে যখন রাজ্য জুড়ে মহিলাদের রাত দখল আন্দোলন চলছে, আরজি করে চিকিৎসক তরুণীর ওপর পাশবিক নির্মমতার বিরুদ্ধে মহিলাদের নিশ্চিন্ত নিরাপত্তার দাবিতে রাজপথে যখন থিকথিক করছেন ক্ষোভে ফুঁসতে থাকা সাধারণ মানুষ, তখন আরজি করে ঢুকে পড়ে একদল যুবক।

তারা পুলিশকেও রেহাই দেয়নি। কর্তব্যরত পুলিশও তাদের হাতে মার খায়। এরপর নির্বিচারে হাসপাতালের জরুরি বিভাগে তাণ্ডব চালানো হয়। সেই ঘটনায় ছাত্রছাত্রীদের দোষ নেই বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


স্বাধীনতা দিবসের চা চক্রে যোগ দিতে রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে তিনি দাবি করেন, আরজি করে তাণ্ডবের পিছনে রয়েছে রাম ও বামেরা। এটা উদ্দেশ্য প্রণোদিত। বহু মূল্যবান ওষুধ থেকে যন্ত্রপাতির ক্ষতি হয়েছে।

কলকাতা পুলিশের ডিসি নর্থ পর্যন্ত রক্তাক্ত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজে ভোর ৪টে পর্যন্ত জেগে ছিলেন বলে জানিয়েছেন মমতা। তাঁর মতে, বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। যা হয়েছে তারপর দোষীদের ফাঁসি চাইছেন তাঁরাও।


মুখ্যমন্ত্রী আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা এখন করা অত্যন্ত সহজ কাজ। এসব ভিডিও দেখে বিশ্বাস না করার জন্য রাজ্যবাসীকে অনুরোধ করেছেন তিনি।

এভাবে ভুয়ো ভিডিও তৈরি নিয়ে পুলিশ আরও কড়া হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি চিকিৎসক, জুনিয়র চিকিৎসকদের কাছে কাজে ফেরার অনুরোধ করেছেন। তিনি বলেন, আরজি করের ঘটনার তদন্তভার আর তাঁদের হাতে নেই।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button