
রাজ্যের দুই বিরোধী শক্তি কংগ্রেস ও বামফ্রন্ট। কিন্তু এদিন ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের দুই প্রধান বিরোধী দলের বিরুদ্ধে সেই অর্থে একটা শব্দও খরচ করতে দেখা গেল না তৃণমূল নেত্রীকে। বরং বক্তব্যের সিংহভাগ জুড়েই এদিন তূণীর থেকে একের পর এক তির তিনি ছুঁড়ে দেন কেন্দ্রের বিজেপির সরকারের বিরুদ্ধে। চক্রান্ত থেকে ষড়যন্ত্র, টাকা না দেওয়া থেকে নির্বাচনে কার্ফু পরিস্থিতি তৈরি করা, কেন্দ্রকে বিঁধতে কোনও কিছুই বাদ দেননি মমতা। কিন্তু শুধু বিজেপিই কেন? কেনই বা রাজ্যের বিরোধী দলগুলিকে আক্রমণ থেকে কার্যত নিজেকে বিরত রাখলেন তৃণমূল নেত্রী? ইতিমধ্যেই এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে।