
বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদের কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশি বাংলাদেশে সন্ত্রাসবাদী হানা থেকে শুরু করে বিশ্ব জুড়ে যেভাবে সন্ত্রাসবাদ নিজেদের জাল ছড়াচ্ছে তাতে রাজ্যবাসীকে সাবধান থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। অচেনা কেউ বাড়ি ভাড়া নিতে এলে তাঁর সম্বন্ধে আগে বিস্তারিত খোঁজখবর নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এমনকি বাড়ি ভাড়া দিলে তাঁর যাবতীয় তথ্য জমা রাখার কথা বলেছেন মমতা। অচেনা লোকজনের আচরণ নিয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। প্রতিবেশি সেজে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত লোকজন আশপাশেই থাকতে পারে। তাই সতর্ক থাকা দরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।