
২০১৯-এ লোকসভা নির্বাচন। তার আগে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ফের অ-কংগ্রেসি, অ-বিজেপি জোটের সম্ভাবনা উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেডারেল ফ্রন্টের পক্ষে সওয়াল করে তৃণমূলনেত্রী জানান আঞ্চলিক দলগুলিকে সাহায্য করতে চান তিনি। তিনি চান যাতে আঞ্চলিক দলগুলি শক্তিবৃদ্ধি করে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও শক্তিশালী করতেই আঞ্চলিক দলগুলির পক্ষে তাঁর সওয়াল বলে জানান মমতা। তাঁর দাবি ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসই দিল্লির নির্ণায়ক শক্তি হবে। তবে ফেডারেল ফ্রন্টের পক্ষে সওয়াল করলেও মমতা এদিন পরিস্কার করে দিয়েছেন তিনি ‘কিংমেকার’ হতে চান। দিল্লির মসনদে তাঁর এতটুকু মোহ নেই। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, অনেকে মনে করছেন তিনি প্রধানমন্ত্রী হতে চান। কিন্তু তা তিনি একেবারেই চান না। বরং রাজ্যের কাজ করতে পেরেই তিনি খুশি। রাজ্যেই থাকতে চান তিনি।