
সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে নয়, দলীয় কর্মীদের দেওয়া চাঁদায় দল চালাতে চান তিনি। এদিন দলীয় নেতা-কর্মীদের কাছে এমনই স্পষ্ট বার্তা পৌঁছে দিলেন তৃণমূল নেত্রী। পাশাপাশি দলীয় কর্মীদের লোভে পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। দলে চাঁদার নামে তিনি যে তোলাবাজির মত জুলুম বরদাস্ত করবেন না, তা এই বার্তা থেকেই পরিস্কার করে দিয়েছেন তিনি। এদিন মঞ্চ থেকেই দলীয় সদস্যদের চাঁদার অঙ্ক জানিয়ে দিয়েছেন মমতা। তৃণমূলনেত্রী এদিন জানান, তৃণমূলের নতুন সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া চলবে। যাঁরা দরিদ্র তাঁদের কাছ থেকে ১ টাকা করে চাঁদা নিতে হবে। যাঁদের অর্থ ব্যয়ের ক্ষমতা আছে তাঁরা দেবেন ১০০টাকা। তবে আজীবন সদস্যপদের চাঁদার অঙ্ক কত হবে তা পরে দলের তরফে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা।