রাজ্যের পাহাড় প্রমাণ ঋণের বোঝা মকুবের আর্জি নিয়ে ফের দিল্লির দরবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ৩ দিনের দিল্লি সফরের দ্বিতীয় দিনে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন মমতা। সাক্ষাতের প্রধান কারণই ছিল রাজ্যের ওপর থেকে বিশাল ঋণের বোঝা মকুব করা। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গেও তাঁর বাসভবনে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানেও ঋণমকুবের বিষয়ে দুজনের মধ্যে কথা হয়। দিল্লিতে তৃণমূলনেত্রীর এই সফর নিয়ে রাজনৈতিক মহল সরগরম। তবে কী মমতার নেতৃত্বে ও উদ্যোগেই ফের মাথা চাড়া দিতে চলেছে যুক্তরাষ্ট্রীয় ফ্রন্ট। দিল্লি সফরে নীতীশ কুমার ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে ইতিমধ্যেই সেই সম্ভাবনা উস্কে দিয়েছে তৃণমূল। যা অন্যদিকে বিজেপির কপালের ভাঁজ আরও গভীর করেছে। মমতাও তা বিলক্ষণ জানেন বলেই জানাচ্ছেন রাজনৈতিক নেতৃত্বের একাংশ। তাই একই সফরে ঋণ মকুবের আর্জি নিয়ে বিজেপির দরবারে যাওয়া ও অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় ফ্রন্ট গড়তে দুই আঞ্চলিক নেতার সঙ্গে সাক্ষাতের উদ্যোগকে বিচ্ছিন্নভাবে দেখতে নারাজ তাঁরা। তাঁদের ধারণা আগেভাগেই তাঁর পুরো এজেন্ডা প্রকাশ করে আসলে তাঁর প্রখর রাজনৈতিক বুদ্ধিরই পরিচয় দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
Read Next
National
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
National
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
National
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
November 21, 2024
নর্দমা থেকে জল তুলে স্নান করছেন এক ব্যক্তি, কি হয়েছে তাঁর, রাস্তায় ভিড়ে ভিড়
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
Related Articles
Leave a Reply