
ধর্মের নামে সুড়সুড়ি দিচ্ছে কেন্দ্র সরকার। গোলমাল পাকানোর চেষ্টা করছে। বিজেপির সেই প্ররোচনায় পা না দিতে রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি। এদিকে এদিন গুজরাটের উনায় দলিতদের প্রতি অত্যাচারের ঘটনায় প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে সোচ্চার হন তৃণমূল সাংসদরা। যেখানে প্রধানমন্ত্রী কিছু হলেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেন। যেখানে মন কি বাত অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন, সেখানে এত দিনেও উনায় দলিত নিগ্রহ নিয়ে কেন একটি কথাও প্রধানমন্ত্রী খরচ করলেন না তা নিয়েও এদিন সংসদে প্রশ্ন তুলেছেন তাঁরা। দলিত ও সংখ্যালঘু ইস্যুতে সংসদের উভয় কক্ষেই আলোচনার জন্য আবেদন জানান তৃণমূল সাংসদরা। তৃণমূলের এই দাবির পাশে দাঁড়ায় কংগ্রেস, সিপিএম, বিএসপি, সমাজবাদী পার্টির মত বিরোধীদলগুলি।