জেলা সফরে এদিন বীরভূম গিয়ে ফের দুষ্কৃতি দমনে কড়া বার্তা দিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনের কাছে মুখ্যমন্ত্রী এদিন সাফ জানান, দুষ্কৃতিদের কোনও রং হয়না। যখনই কোথাও গোলমাল হবে, যারা গোলমাল পাকাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নজর রাখতে হবে যাতে বহিরাগতরা এসে কোনও জায়গায় গোলমাল পাকাতে না পারে।
এদিন উদাহরণ হিসাবে ইলামবাজার ও নানুরের কথা বলেন মুখ্যমন্ত্রী। এসব জায়গায় যাতে বহিরাগতরা এসে যাতে গোলমাল পাকাতে না পারে সেদিকে কড়া নজর রাখার জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি।