Kolkata

পথ নিরাপত্তা নিয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী

পথ নিরাপত্তার প্রচারে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই পথ নিরাপত্তা সুনিশ্চিত করা, স্কুটার-মোটরবাইক চালানোর সময় মাথায় হেলমেট বাধ্যতামূলক করা, এসব নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। এবার মানুষের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা প্রসারে রাজপথে হাঁটলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করেন তিনি। মুখ্যমন্ত্রী সঙ্গে পা মেলান  রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীও। এদিকে দুপুরে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কার্যত অচল হয়ে যায় মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল। অনেক রাস্তাই নো এন্ট্রি করে দেয় পুলিশ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় সাধারণ মানুষকে। রুট ছেড়ে অধিকাংশ বাসই অন্য রাস্তা ধরে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা চালায়। যানজটে আটকে পড়ে মুমূর্ষু রোগীও। শ্যামবাজার, মানিকতলা, বেলেঘাটা, রাজাবাজার, শিয়ালদহ, আমহার্স্ট স্ট্রিট সহ বিভিন্ন রাস্তা কার্যত স্তব্ধ হয়ে যায়। বিকেল পর্যন্ত এই যানজটের কবল থেকে রেহাই পায়নি মধ্য কলকাতা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button