
সিন্ডিকেট কথাটা রাজ্যের মানুষ তাঁদের কাছ থেকে শিখেছেন। এদিন বিধাননগরের তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশ্য করে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগরের একজন কাউন্সিলর জেলে। এজন্য তাঁদের লজ্জিত হওয়া উচিত বলে জানান ক্ষুব্ধ মমতা। এদিন নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের কর্মশালায় রীতিমত রণংদেহী মূর্তিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কাউন্সিলরদের সতর্ক করে তিনি বলেন, কেউ যেন দল ভাঙিয়ে করে খাওয়ার কথা না ভাবেন। কারণ তেমন হলে দল তো নয়ই, আইন বা সমাজও তাঁদের ক্ষমা করবে না। নোট নয়, সকলকে ভোট নিয়ে ভাবার পরামর্শ দেন তিনি। অবিলম্বে তোলাবাজি-সিন্ডিকেট বন্ধ করার কথাও জানান তিনি। কাউন্সিলরদের আরও বেশি করে এলাকার মানুষের পাশে থাকা, তাঁদের সমস্যার সমাধান করা, এলাকার উন্নয়ন করার পাঠও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও জনবিরোধী কাজ যে তিনি বরদাস্ত করবেন না সেই বার্তাও এদিন সুস্পষ্টভাবে ২২০০ জন কাউন্সিলরের কাছে পৌঁছে দিয়েছেন তিনি।