Kolkata

সিঙ্গুর বামেদের ঐতিহাসিক আত্মহত্যা : মুখ্যমন্ত্রী

সিঙ্গুরে জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে ল্যান্ডমার্ক ভিক্টরি বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের কৃষকদেরও সেলাম জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কৃষকরা খেতে পাননি এমনও হয়েছে, কিন্তু কোনও অবস্থায় মাথা নত করেননি। তাই এদিনের জয় সিঙ্গুরের কৃষকদের জয়। ১০ বছরের লড়াইয়ের পর সিঙ্গুরের এই জয়কে উদযাপন করার জন্য আগামী ২ সেপ্টেম্বর, শুক্রবার রাজ্যের প্রতিটি ব্লকে দিনভর সিঙ্গুর বিজয় উৎসব পালন করার নির্দেশ দেন তিনি। আগামী প্রশাসনিক বৈঠকটা সিঙ্গুরেই করা হবে বলে এদিনই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেদিন সিঙ্গুরের মানুষের জন্য বেশ কিছু ঘোষণা করবেন তিনি। এদিন মহাশ্বেতা দেবীর নাম বারবার উচ্চারণ করেন মমতা। সদ্য প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সিঙ্গুর আন্দোলনের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার কথা অনেকেরই জানা। এদিন মুখ্যমন্ত্রী সেকথা আরও একবার মনে করিয়ে দেন। এদিনের রায় শুনলে মহাশ্বেতা দেবী খুশি হতেন বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি সিঙ্গুরে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত বামেদের ঐতিহাসিক আত্মহত্যা বলে ব্যাখ্যা করেন তিনি। এদিন বামেদের বিরুদ্ধে মুখ খুললেও টাটাদের বিরুদ্ধে একটা শব্দও খরচ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button