
সিঙ্গুরের জমি কৃষকদের ফিরিয়ে দিতে উদ্যোগ শুরু করল রাজ্য সরকার। বুধবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন শীর্ষ আদালতের নির্দেশ কার্যকর করতে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করবেন তিনি। সেইমত এদিন বৈঠক হয়। পরে মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য জমির জরিপ শুরু হবে শুক্রবার থেকে। দু’সপ্তাহ লাগবে এই কাজ শেষ করতে। তার পরের দু’সপ্তাহের মধ্যেই জমি ফেরানোর যাবতীয় কাজ সম্পূর্ণ করা হবে। আদালত যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যেই জমি ফেরতের কাজ সম্পূর্ণ করা হবে বলে এদিন আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁর যতটা জমি ছিল ততটাই জমি তিনি ফেরত পাবেন। যাঁদের জমি চাষযোগ্য অবস্থায় নেই, তাঁদের জমিকে চাষযোগ্য করে ফেরত দেওয়া হবে। এ নিয়ে রাজ্য সরকার আলোচনা শুরু করেছে।