World

রাজ্যে লগ্নিতে জার্মান শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর

রাজ্যে বিনিয়োগ আনতে বুধবার জার্মান শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে রাজ্যে লগ্নির পরিবেশের কথা বুঝিয়ে বলেন তাঁদের। রাজ্যের ল্যান্ড ব্যাঙ্ক থেকে জমি নীতি, সবই তাঁদের বুঝিয়ে বলা হয়। শিল্পায়নের অন্যতম শর্ত বিদ্যুৎ। রাজ্যে বিদ্যুতের বিন্দুমাত্র সমস্যা যে নেই তাও বুঝিয়ে বলেন তিনি। মুখ্যমন্ত্রীর এদিনের আহ্বানে ত্রুটি ছিলনা। যতদূর পর্যন্ত রাজ্যের শিল্পবন্ধু পরিবেশের কথা তুলে ধরা যায় তা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভারতে যদি বিনিয়োগের কথা কেউ ভাবেন তাহলে পশ্চিমবঙ্গই তাঁদের প্রথম পছন্দ হওয়া উচিত। কারণ রাজ্য সরকার লগ্নিকারীদের সবরকম সহযোগিতা দিতে প্রস্তুত। এমনকি কেউ বিনিয়োগ করলে তাঁকে বাড়তি কিছু সুবিধার কথাও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগ আনতে মরিয়া মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, রাজ্যে মেধার কোনও অভাব নেই। বহু মেধাবী যুবক-যুবতী রাজ্যে রয়েছেন। বাংলাদেশ, ভুটান ও নেপালের গেটওয়ে হিসাবে পশ্চিমবঙ্গের গুরুত্ব অপরিসীম। রাজ্যে পেট্রোলিয়াম থেকে পাওয়ার সবেতেই বিনিয়োগ করার জন্য আহ্বান জানান তিনি। তুলে ধরেন রাজ্যে এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিরাট সম্ভাবনার কথা। রাজ্যের কৃষিক্ষেত্রে স্বনির্ভরতার কথাও মিউনিখে শিল্পপতিদের সভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

(মুখ্যমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – এআইটিসি অফিসিয়াল)



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button