জনপ্রতিনিধিদের ঔদ্ধত্য দেখানোর কোনও জায়গা নেই। সাধারণ মানুষের সঙ্গে তাঁদের সবসময়ে ভাল ব্যবহার করতে হবে। খারাপ ব্যবহারের কথা কানে এলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে আগামী বারে টিকিট দেওয়া নিয়ে তিনি নিজে ভেবে দেখবেন। এদিন দলীয় বৈঠকে তৃণমূল নেতাদের একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে কার্যত তাঁর তরফে চরম হুঁশিয়ারি হিসাবেই দেখছেন অনেকে। সম্প্রতি আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের গাড়ির সামনে এক শিক্ষক স্কুটার নিয়ে এসে পড়েন। ফলে সাংসদের কিছুটা সময় নষ্ট হয়। অভিযোগ এরপরই শিক্ষকের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন অপরূপা পোদ্দার। খবরটি ছড়িয়ে পড়ে। ফলে সে খবর মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছয়। এদিন বৈঠকে সেখান থেকেই শুরু করেন মমতা। সোজা অপরূপা পোদ্দারকে দাঁড় করিয়ে তাঁকে শাসন করেন তিনি। মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার সামনে পড়ে অবশেষে তাঁর কাজের জন্য ক্ষমা চেয়ে নেন অপরূপা। এদিন মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধিদের আচার আচরণের পাশাপাশি দলীয় শৃঙ্খলা রক্ষা নিয়েও ক্লাস নেন। দলে যাঁরা পুরনো তাঁদের সম্মান করার কথা জানিয়ে দেন তিনি। তাছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে যে উন্নয়নমূলক কর্মসূচি চলছে তাতে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ তিনি বরদাস্ত করবেননা বলেও সকলের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 4, 2024
রেশন দোকানে পাওয়া যেতে চলেছে নতুন স্লিপ, মুছে যাবে যাবতীয় ভুল বোঝাবুঝি
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
October 16, 2024
আকাশে মেঘ, কোজাগরী লক্ষ্মীপুজো কি বৃষ্টিতে ভাসবে, কি বলছে আবহাওয়া দফতর
Related Articles
Show one comment