মুর্শিদাবাদ জেলায় রাজনীতি হয়েছে বেশি, কাজ হয়েছে কম। তাঁকে শুধু কটূক্তি করলে চলবে না। ক্ষমতা থাকলে তাঁর করে দেখানো কাজের ১ শতাংশও করে দেখান। এদিন নাম না করে বহরমপুরে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে এভাবেই বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের ঐতিহাসিক গুরুত্বের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ জেলায় উন্নয়নকে অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে। দ্রুত জেলার উন্নয়নযজ্ঞ শুরু করারও নির্দেশ দেন তিনি। পাশাপাশি গরু পাচার সমস্যা রোধ নিয়েও মুখ খোলেন মমতা। এদিন জেলার প্রশাসনিক বৈঠকের পর জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ থেকে নারী পাচারের রমরমা বন্ধেরও ডাক দেন। হালেই অধীরের দুর্ভেদ্য গড় বলে পরিচিত মুর্শিদাবাদের ৭টি পুরসভার মধ্যে ৫টির দখল নিয়েছে তৃণমূল। ২টি মাত্র পুরসভায় টিমটিম করে জ্বলছে কংগ্রেসের প্রদীপ। এই অবস্থা তৈরির পর ভাষণ দিতে উঠে এদিন কার্যতই আত্মবিশ্বাসে ভরপুর দেখিয়েছে মুখ্যমন্ত্রীকে। এদিন জেলার বন্যা নিয়ন্ত্রণে, নিকাশি প্রকল্পে, ভাগীরথীর পার বাঁধাতে অর্থ বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী। তাছাড়া কান্দি মাস্টার প্ল্যানে ৩৭৫ কোটি টাকা অর্থ বরাদ্দ করেন তিনি। সবুজ সাথী প্রকল্পের আওতায় নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করেন মুখ্যমন্ত্রী। জেলা ২৫টি কর্মতীর্থ চালু হতে চলেছে বলেও আশ্বস্ত করেন তিনি। এছাড়াও একগুচ্ছ প্রকল্পের কথা জানিয়ে কার্যত জেলার হাল ফেরানোর কথাই এদিন বার বার উঠে এসেছে মুখ্যমন্ত্রীর গলায়।
Read Next
November 21, 2024
রাজ্যে ১২ ডিগ্রিতে পারদ, তারমধ্যেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
November 5, 2024
৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, শীত কবে পড়ছে, কি বলছে আবহাওয়া দফতর
October 25, 2024
স্থলভাগে ঢুকে তাণ্ডব দেখাল ঘূর্ণিঝড় দানা, এ রাজ্যেও প্রভাব, কলকাতায় একটানা বৃষ্টি
October 19, 2024
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ঘনাচ্ছে দুর্যোগ, কবে কেমন বৃষ্টি, মিলল পূর্বাভাস
Related Articles
Show one comment