নোট বদলানোর হয়রানি সরেজমিনে দেখতে নবান্ন যাওয়ার পথে রাস্তায় নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শরৎ বোস রোড ও আশুতোষ মুখার্জী রোডের ২টি ব্যাঙ্ক ও ১টি এটিএমের সামনে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে জেরবার আমজনতা মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন। সকলের কথা শোনেন মুখ্যমন্ত্রী। নিজেও বেশ কয়েকজনের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করেন।
পরে মুখ্যমন্ত্রী ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, নোট বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের কালো সরকারের কালো নীতি। যাঁরা লাইনে দাঁড়িয়ে হয়রান হচ্ছেন এঁদের কেউ কালো নোটের কারবারি নন বলেও দাবি করেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী স্বয়ং কথা বলতে আসায় দীর্ঘলাইনে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়।