
লালগড়ে সভা দিয়ে জঙ্গলমহলে প্রচার শুরু করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাতদিনের জঙ্গলমহল সফরে এদিন লালগড়ে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল নেত্রীর গলায় উঠে এসেছে জঙ্গলমহলের উন্নয়নের কথা। দু’টাকা কিলো চাল থেকে জঙ্গলহল জুড়ে মাওবাদীমুক্ত শান্তির পরিবেশ, সবই উঠে এসেছে তাঁর বক্তৃতায়। জঙ্গলমহল জুড়ে খেলাধুলোর উন্নতির কথাও এদিন তুলে ধরেন মমতা। এমনকি রাজ্যের একটি অন্যতম পর্যটন ক্ষেত্র হিসাবে জঙ্গলমহল নিজের জায়গা পাকা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমেরিকা, লন্ডন বা প্যারিস ছেড়ে মানুষ জঙ্গলমহলে বেড়াতে আসবেন বলে দাবি করেন মমতা। বাম আমলের ঋণের বোঝার কথাও এদিন ফের একবার বক্তৃতায় তুলে ধরেন তৃণমূলনেত্রী। ভোলেননি সিপিএম, কংগ্রেস, বিজেপিকে আক্রমণের লক্ষ্য করতে। এদিন ফের একবার কংগ্রেস-সিপিএম জোটকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী।