তাঁকে ধমকে বা চমকে লাভ হবে না। সাধারণ মানুষের স্বার্থে তিনি তাঁর প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন। মোদী সরকার চাইলে তাঁকে জেলেও পাঠাতে পারে, খুন করতে পারে। গত রবিবার আগ্রার নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে চিটফান্ড ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করার পর এদিন এভাবেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের পিছনে কোনও বড় কেলেঙ্কারি নিশ্চয়ই আছে। নোট বাতিলের গোপন অভিসন্ধি কী তা কেন্দ্রের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, কেন্দ্রের সিদ্ধান্তে কালো টাকা আরও কালো হয়েছে। দেশ জুড়ে আর্থিক জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। কৃষকরা চাষ পর্যন্ত করতে পারছেননা। এভাবে চলতে থাকলে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। কেন্দ্র মানুষের সাদা টাকা কেড়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি হ্যাঁয়ে হ্যাঁ না মেলালেই মোদী সরকার ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রীর কাছে এমন আচরণ তাঁর প্রত্যাশা নয়। বরং নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর মত আচরণ করা উচিত বলে পরামর্শ দেন তিনি। এদিকে নোট বাতিল ইস্যুতে রাজ্য সহ গোটা দেশে যে তৃণমূল আন্দোলন অব্যাহত রাখবে তাও এদিন পরিস্কার করে দিয়েছেন মমতা। এদিন তিনি জানান, এই ইস্যুতে আগামী মঙ্গলবার তিনি দিল্লি যাচ্ছেন। আগামী ২৯ নভেম্বর তিনি লখনউতে প্রতিবাদ সভা করবেন। ১ বা ২ ডিসেম্বর বিহারে নোট বাতিলের প্রতিবাদে তাঁর সভা রয়েছে। বিহারের পর তাঁর গন্তব্য পঞ্জাব।