Kolkata

ক্যাশলেস দেশ, ফেসলেস মোদীর বেসলেস সিদ্ধান্ত : মমতা

নোট বাতিলের প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের বুকে এই মহামিছিলের পুরোভাগে ছিলেন সিনেমা, ক্রীড়া, গান, নাটক, সাহিত্য জগতের বুদ্ধিজীবীরা। পা মেলান লক্ষ লক্ষ তৃণমূল কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। মমতার নেতৃত্বে মিছিল এগোয় কলেজ স্কোয়ার থেকে বিধান সরণী হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে ধর্মতলার দিকে। ধর্মতলায় মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। নোট বাতিলের সিদ্ধান্তকে হঠকারী সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি তোলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

দেশকে ক্যাশলেস করার জন্য প্রধানমন্ত্রীর সওয়ালকে কটাক্ষ করে মমতা বলেন, এটা ফেসলেস মোদীর বেসলেস সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত উঠল বাই তো স্বর্গে যাই বলে সমালোচনা করে মমতা বলেন এতে দেশ রসাতলে যাচ্ছে। তাঁর দাবি, নোট বাতিলের বিরুদ্ধে এত মানুষের পথে নামা কেবল তৃণমূলের আন্দোলন নয়, এটা মানুষের আন্দোলন। মোদী সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই অবস্থা চলতে থাকলে আগামী মাসে মানুষ মাস পয়লার মাইনেও পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আন্দোলন চালিয়ে যাবেন বলেও এদিন সাফ জানিয়েছেন মমতা। আগামী দিনে নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারিও এদিন ধর্মতলার মঞ্চ থেকে ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিনের বামেদের ডাকা বন্‌ধের কড়া সমালোচনা করে তিনি বলেন, বন্‌ধ তিনি মানেন না। বরং বামেদের ঘরে বসে বন্‌ধ না করে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button