নতুন বছরের প্রথম দিন থেকেই নোট বাতিলের বিরুদ্ধে রাস্তায় নামছে তৃণমূল। পয়লা জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে দল। এদিন তৃণমূল ভবনে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর সফর সেরে এদিন তৃণমূল ভবনে একটি দলীয় বৈঠকের পর নোট বাতিল নিয়ে কথা বলতে গিয়ে কার্যতই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দাবি করেন, নোট বাতিলের জেরে রাজ্যে আলু চাষ সমস্যায়, পাকা ধান ঘরে তুলতে পারছেন না চাষিরা, কোনও বাজার সন্ধের পর খোলা থাকছে না, আনাজ বাজার পর্যন্ত বয়ে এনেও টাকার অভাবে বিক্রি না হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। শুধু কৃষক বলেই নয়, নোট বাতিলের প্রভাবে ধুঁকছে শিল্পও। রাজ্যের ৪টি চা বাগান বন্ধ হয়েছে, ৪টি জুট মিল বন্ধ হয়েছে। ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না মানুষজন। এই অবস্থার জন্য নরেন্দ্র মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, এখানে অর্থমন্ত্রীও কিছু জানেন না। দেশ চালাচ্ছেন আলিবাবা আর ৪ জন! তাঁর আরও দাবি, যাঁরা সত্যি কালো, তাঁদের জন্য মোদী ভাল। নোট বাতিলকে স্বাধীনতার পর দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে দাবি করেন মমতা। পাশাপাশি নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর সে বিষয়ে কেন সংসদে কোনও স্টেটমেন্ট পেশ করা হয়নি তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।