Kolkata

চিকিৎসা বিভ্রাটের অভিযোগে অতিরিক্ত লাফালাফি ঠিক নয় : মুখ্যমন্ত্রী

সরকারি চিকিৎসকদের ঢালাও সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসায় গাফিলতির নামে যেভাবে চিকিৎসকদের ওপর চড়াও হওয়ার ঘটনা ঘটে তার সমালোচনাও করেন তিনি। সাফ জানান, সরকারি হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী আসেন। তাঁদের প্রত্যেককে দেখতে গিয়ে কাম্য না হলেও চিকিৎসকদের সামান্য ভুলত্রুটি হতে পারে। তখনই তা নিয়ে অতিরিক্ত লাফালাফি শুরু হয়ে যায়। এটা ঠিক নয় বলেই জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে চিকিৎসকদের রোগী ও রোগীর পরিবারের সঙ্গে ভাল ব্যবহারের পরামর্শ দেন তিনি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বাস্থ্যসাথী প্রকল্পের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী দিনে জেলাস্তরে আরও ৫৭টি আইসিইউ ইউনিট চালু করবে রাজ্য সরকার। দিঘা-বকখালিতেও আইসিইউ ইউনিট চালু করা হবে। ৭ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া আগামী দিনে নথিভুক্ত হাসপাতাল থেকে চিকিৎসা করালে ৫ দিনের ওষুধ বিনামূল্যে পাওয়ার ব্যবস্থাও সরকার করবে বলে আশ্বস্ত করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা দুর্বল। সেখানে যাতে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায় সে ব্যবস্থাও করছে রাজ্য সরকার।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button