
আন্তর্জাতিক ড্রাগ পাচার চক্রে নাম জড়াল প্রাক্তন বলিউড নায়িকা মমতা কুলকার্নির। স্বামীর সঙ্গে কেনিয়ায় বসে তিনি মাদক চক্র চালান বলে দাবি করেছে পুলিশ। এ নিয়ে নির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলেও এদিন দাবি করেছেন থানের পুলিশ কমিশনার পরমবীর সিং। এ বিষয়ে মার্কিন তদন্তকারী সংস্থা প্রয়োজনীয় তথ্য তাঁদের কাছে সরবরাহ করেছে বলে জানিয়েছেন তিনি। কমিশনার জানিয়েছেন, মমতা কুলকার্নির স্বামী ভিকি গোস্বামী আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম পাণ্ডা। কেনিয়ায় বসে যাবতীয় কর্মকাণ্ড চালায় সে। গত ৮ জানুয়ারি কেনিয়ায় আন্তর্জাতিক মাদক মাফিয়াদের একটি বৈঠকেও দুজন উপস্থিত ছিলেন। পরে দুবাইয়ের বুর্জ খলিফায় এমনই এক বৈঠকে ফের দেখতে পাওয়া গিয়েছিল মমতা ও ভিকিকে। আন্তর্জাতিক মাদক পাচারে মমতা কুলকার্নির নাম জড়ানোয় ও তাঁর বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকায় আগামী দিনে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির সম্ভাবনা প্রবল।