
এসএমএস করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে শান্ত হওয়ার পরামর্শ দিলেন মানস ভুঁইয়া। তাঁকে তাড়াহুড়ো না করার পরামর্শও দিয়েছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন এসব করে লাভ নেই, কারণ পিএসি চেয়ারম্যানের পদ তিনি ছাড়ছেন না। সাংবাদিক বৈঠক ডেকে মানসবাবু এদিন ফের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে একহাত নিয়েছেন। তাঁর দাবি, বিরোধী দলনেতা প্রদেশ সভাপতিকেও ভুল বোঝাচ্ছেন। আবদুল মান্নান এবং অধীর চৌধুরী মিলে তাঁকে খেলো করার একটা নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। পিএসি চেয়ারম্যান পদ তিনি কেন গ্রহণ করেছেন এবং কেন তিনি সেই দায়িত্ব ছাড়তে রাজি নন তা কংগ্রেস হাইকমান্ড জানতে চাইলে তিনি দিল্লি গিয়ে তাঁদের সবকিছু বুঝিয়ে বলতে প্রস্তুত বলেও জানান মানস ভুঁইয়া। আগামী শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইয়ার পিএসি চেয়ারম্যান পদ বিতর্ক নিয়ে বৈঠক ডেকেছেন। তার আগের দিন মানসবাবুর এই আক্রমণ নতুন জটিলতার জন্ম দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।