
অধীর চৌধুরীর সঙ্গে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিতে যাবেন না তিনি। এদিন সেকথা স্পষ্ট করে দিলেন সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। মানস ভুঁইয়ার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এদিন একথা বারবার বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এর বিরুদ্ধে রাজ্যপালের কাছে শুক্রবার স্মারকলিপিও জমা দিতে যাচ্ছে কংগ্রেস প্রতিনিধি দল। মূলত তৃণমূলের বিরুদ্ধে এই স্মারকলিপি দিতে যাওয়ার সময় দলে মানসবাবু থাকলে তাতে পিএসি ইস্যুতে সুবিধাই হত অধীর-মান্নানদের। অন্তত এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিকে মানসবাবু দলে থাকতে না চাইলেও অধীর চৌধুরী জানিয়েছেন, মানস ভুঁইয়া না থাকলেও তাঁরা রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেবেন।