জল-স্থল-অন্তরীক্ষ সর্বত্রই ঈশ্বরের বাস। জলে বোধ হয় তিনি একটু বেশিই প্রকট। ইংল্যান্ডের বৃহত্তর ম্যানচেস্টার শহরে জলের ভগবানের সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে গেছে সাধারণ মানুষের মধ্যে। স্বয়ং যিশুখ্রিস্ট মৎস্য অবতারে জলাশয়ে অবতীর্ণ হয়েছেন বলে তাঁদের বিশ্বাস। ভালো করে দেখলে সত্যি মনে হবে, আরে, এতো মাছের মুখ নয়। অবিকল দাঁড়ি-গোঁফে ঢাকা প্রভু যিশুর মুখ।
নটকাটস অ্যাশটন পার্ক গার্ডেনের জলাশয়ে নানা প্রজাতির নানা রঙের মাছের বসবাস। অনেকে মাছেদের নিয়মিত খাওয়াতে আসেন ওই পার্কে। ম্যানচেসটারের বাসিন্দা মাঝবয়সী হেলেন বার্লো তাঁদের মধ্যে একজন। খাবার খাওয়াতে গিয়ে জলের মাঝে সারি সারি মাছেদের ছবি তোলেন তিনি।
বার্লো তাঁর ৪ বছরের নাতিকে সেই ছবি পাঠান। তারপর নাতির কথায় খেয়াল হয়, আরে, জলের মাঝখানে কই কার্প মাছের মুখ তো অবিকল প্রভু যিশুর মুখ। ছবিটি এরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাওয়া সেই মাছকে দেখতে দলে দলে লোক ভিড় জমাতে থাকেন ওই নটকাটস অ্যাশটন পার্কে।
‘ঈশ্বরের সন্তান’ নামে পরিচিতি পাওয়া মৎসের এই অদ্ভুত চেহারার ব্যাখ্যা করতে গিয়ে কেউ কেউ একে ভুতুড়ে বলে মনে করছেন। কিন্তু ঐশ্বরিক এই ঘটনার অপব্যাখ্যা মানতে নারাজ ভক্তেরা।