
এক সিপিএম কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা গ্রামে। বুধবার সেখানে ব্যাপক বোমাবাজি হয়। সিপিএমের অভিযোগ, দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর মঙ্গলবার বাড়ি ফিরে কাজে যোগ দিতে যান সিপিএম কর্মী রফিকুল শেখ। সেই সময়ে রাস্তায় তাঁর ওপর আক্রমণ হয়। রফিকুলকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন আর এক সিপিএম কর্মী ইসমাইল শেখ। দুজনকেই বর্ধমানের কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় রফিকুলের। এরপরই কুলসোনা গ্রামে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। এদিকে রফিকুলকে যারা মেরেছে তারা তৃণমূল কর্মী বলে দাবি করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। তৃণমূলের তরফ অভিযোগ অস্বীকার করা হয়েছে।