National

প্রণব মুখোপাধ্যায়ের খারাপ লাগার কারণ ছিল : মনমোহন সিং

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় রাজনীতিতে তাঁর সিনিয়র। তাছাড়া প্রণব মুখোপাধ্যায় স্বেচ্ছায় রাজনীতিবিদ। সেখানে তাঁর রাজনীতিতে পা রাখাটা নেহাতই একটা দুর্ঘটনা। তাই ২০০৪ সালে যখন তাঁর নাম প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন কংগ্রেস সভানেত্রী তখন প্রণব মুখোপাধ্যায়ের খারাপ লাগার যথেষ্ট কারণ ছিল। প্রাক্তন রাষ্ট্রপতির নতুন বই ‘দ্যা কোয়ালিশন ইয়ার্স: ১৯৯৬-২০১২’-এর উদ্বোধনে এসে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এমন অকপট স্বীকারোক্তিতে রাজনৈতিক মহলের অনেকেই অবাক। যদিও মনমোহন সিংয়ের সবকিছু বলার পিছনে একটাই উদ্দেশ্য ছিল যে এতকিছুর পরও তাঁর সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সুন্দর সম্পর্ক। যা আজীবন বজায় থাকবে বলেই মনে করছেন মনমোহন সিং।

মনমোহন সিং বলেন, তাঁর প্রধানমন্ত্রী হওয়াটা ছিল দলের সিদ্ধান্ত। যাতে তাঁর কোনও হাত ছিল না। আর তা প্রণব মুখোপাধ্যায় জানতেন। তাই তিনি চিরকাল মনমোহন সিংকে সম্মান করেছেন। তাঁদের মধ্যে সুসম্পর্ক চিরকাল সমানভাবেই বজায় থেকেছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button