ইউপিএ সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচার চালাতে ব্যবহার করা হয়েছিল ২জি স্পেকট্রাম বণ্টনে দুর্নীতির অভিযোগ। বৃহস্পতিবার এমনই জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২জি স্পেকট্রাম দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি সিবিআই। বৃহস্পতিবার একথা বলে এই মামলার সব অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল্লির সিবিআই বিশেষ আদালত। অক্সিজেন পায় কংগ্রেস। কারণ তাদের জামানাতেই এই দুর্নীতির অভিযোগ সামনে আসে। তোলপাড় হয়ে যায় গোটা দেশ। সেসময়ে আঙুল ওঠে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দিকেও। তিনি সবকিছু জানতেন বলে অভিযোগ সামনে আসে। ফলে এদিন আদালতের রায়ের পর তাঁর প্রতিক্রিয়ার গুরুত্ব ছিল।
প্রতিক্রিয়া দিতে গিয়ে অল্পকথায় প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করলেন তাঁর বিরুদ্ধেও যাবতীয় অভিযোগ আদপে ভিত্তিহীন। মনমোহন সিং বলেন, তিনি আদালতের রায় নিয়ে কোনও অহংকার দেখাতে রাজি নন। কারণ তিনি মনে করেন আদালতের রায়কে সম্মান জানানো উচিত। আদালতের দ্ব্যর্থহীন ভাষায় পরিস্কার যে সেসময়ে ইউপিএ-র বিরুদ্ধে ব্যাপকভাবে ভিত্তিহীন প্রচার চালানো হয়েছিল। কিন্তু তাঁর নামও তো সেসময়ে ২জি দুর্নীতিতে জড়িয়েছিল? সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে মনমোহনের এককথায় উত্তর। আদালতের রায়ই সব কথা বলে দিয়েছে।