National

হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করা হল রবিবার। রবিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসপাতালে। লকডাউন, করোনা উদ্বেগের মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাত পৌনে ৯টা নাগাদ তাঁকে দিল্লির এইমস-এ আনা হয়। তখনই তাঁকে ভর্তি করা হয়। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

চিকিৎসক নীতীশ নায়েকের অধীনে মনমোহন সিংকে ভর্তি করা হয়। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকেরা। এর আগে ২০০৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর হার্ট অপারেশন হয়। দিল্লি এইমসেই তাঁর বাইপাস সার্জারি করা হয়। কঠিন করোনারি বাইপাস সার্জারি করা হয় তাঁর। বিটিং হার্ট অপারেশন সম্পূর্ণ করতে চিকিৎসকেরা ১৪ ঘণ্টা সময় নেন। এই দীর্ঘ সময়ের অপারেশন সফল হয়। সুস্থ হয়ে ওঠেন মনমোহন সিংও।


রবিবার ফের তিনি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন অনেক রাজনীতিবিদই। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ৮৭ বছর বয়স্ক মনমোহন সিংয়ের জন্ম হয় বর্তমানে পাকিস্তানের গাহ নামে জায়গায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button