প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, চলে গেলেন ভারতীয় অর্থনৈতিক সংস্কারের রূপকার
ভারতীয় অর্থনৈতিক সংস্কারের রূপকার বলা হয় তাঁকে। ২ বারের প্রধানমন্ত্রী মনমোহন সিং চলে গেলেন। ভারতীয় রাজনীতির এক অধ্যায়ের সমাপ্তি।

বয়স জনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন অনেকদিন ধরেই। বাড়িতেই ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ৮টার পর তিনি আচমকা বাড়িতেই জ্ঞান হারান। দ্রুততার সঙ্গে তাঁর বাড়িতেই চিকিৎসা শুরু হয়।
সেভাবেই নিয়ে আসা হয় দিল্লি এইমস-এ। সেখানেই রাত ৯টা ৫১ মিনিটে তাঁর জীবনাবসান হয়। এইমসের তরফে সেকথা জানানো হয়। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
মনমোহন সিংয়ের জীবনাবসানে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করে জানান, ভারত তার এক বিশিষ্ট নেতাকে হারাল।
একজন অর্থনীতিবিদ হিসাবে অর্থমন্ত্রী থাকাকালীন মনমোহন সিংয়ের অর্থনৈতিক ভাবনার তারিফ করেন প্রধানমন্ত্রী। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী শোক বার্তায় জানান, তাঁর রাজনৈতিক পথপ্রদর্শক ও পরামর্শদাতাকে হারালেন তিনি।
৯০-এর দশকে নরসিমা রাও সরকারে অর্থমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং ভারতীয় অর্থনীতির ভোল বদলে তাকে উদার ও মুক্ত অর্থনীতির পথে পরিচালিত করেন। যা সে সময় নানা মহলে বিশেষ চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।
২০০৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারে প্রধানমন্ত্রীর আসনে বসেন মনমোহন সিং। স্বল্পভাষী মানুষটি কিন্তু ২০১৪ পর্যন্ত পরপর ২ বার ভারতের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। মনমোহন সিং ছিলেন বিদ্বান ও মৃদুভাষী মানুষ। কিন্তু তাঁর ভাবনা ছিল ছাপ ফেলে যাওয়ার মতন।
মনমোহন সিংয়ের জীবনাবসানে নানা মহল থেকেই শোক বার্তা উপচে পড়ে। দেশের জন্য এ এক বড় ক্ষতি বলেই ব্যাখ্যা করেছেন অনেকে। গোটা দেশেই শোকের ছায়া নেমে আসে এই খবর সামনে আসার পর।