Kolkata

প্রয়াত বিশ্বশ্রী মনোহর আইচ

মারা গেলেন বিশ্বশ্রী মনোহর আইচ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। রবিবার দুপুর আড়াইয়ে নাগাদ বাগুইআটির বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালির গর্ব এই বডিবিল্ডার। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

মনোহর আইচের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বাগুইআটির বাড়িতে ভিড় জমান অগণিত ভক্ত ও সাধারণ মানুষ। পৌঁছন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া-প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।


১৯১২ সালের ১৭ মার্চ বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেন মনোহর আইচ। ছোট থেকেই ছিল শরীরচর্চার শখ। ১৯৫২ সালে বিশ্বশ্রী খেতাব অর্জন করে বাংলার মানুষকে গর্বিত করেন তিনি।

মাত্র ৪ ফুট ১১ ইঞ্চির উচ্চতা নিয়ে তাঁর পেশীবহুল দেহসৌষ্ঠব পরবর্তী প্রজন্মকে শরীরচর্চায় উজ্জীবিত করেছে। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ছিল তাঁর জীবনদর্শন। শেষজীবন পর্যন্ত সেই নিয়ম তিনি মেনে চলেছেন।


তাঁর শতবর্ষ পূরণে রীতিমত উৎসবে মেতেছিল বাগুইআটি। তাঁর উচ্চতার জন্য পকেট হারকিউলিস নামে খ্যাত বাংলার সেই গর্বের সন্তান এদিন চলে গেলেন এক অন্য জগতে। রেখে গেলেন তাঁর জীবন, অধ্যবসায় ও দর্শনের এক মহান ইতিহাস।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button