
ভারতের নীরবতাকে দুর্বলতা মনে করলে ভুল করবে পাকিস্তান। আগামী দিনে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে কোনও রকম ষড়যন্ত্র করার চেষ্টা করে তবে তার যোগ্য জবাব দেবে ভারত। এদিন কার্যত হুঁশিয়ারির সুরেই একথা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। কটাক্ষের সুরেই পারিক্কর বলেন, পাকিস্তান এখনও ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের আফটারশক কাটিয়ে উঠতে পারেনি। তাই তদন্তও শুরু করতে পারছেনা। শুধু এবার নয়, ভবিষ্যতেও যে পাক সীমান্তে বসে জঙ্গিরা ভারতে ঢোকার পরিকল্পনা করলে ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে তা এদিন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন পারিক্কর। এদিকে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানের ভারত বিরোধী নালিশ ধোপে টেকেনি বলে এদিন জানিয়েছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন।