মনোহর পারিক্কর গুরুতর অসুস্থ। একথা সকলের জানা। অসুস্থ পারিক্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গত মঙ্গলবার রাহুল গান্ধী তাঁর সঙ্গে দেখা করার পর গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর কটাক্ষ ছুঁড়ে বলেন, রাহুল গান্ধী রাজনৈতিক সুবিধা অর্জনের জন্যই তাঁর সঙ্গে দেখা করেন। পারিক্করের তরফ থেকে এমন মন্তব্য আসার পর বৃহস্পতিবার পাল্টা কটাক্ষ ছুঁড়ল কংগ্রেসও।
গোয়া কংগ্রেসের মুখপাত্র সিধানাথ বায়ো ট্যুইট করে জানান, মুখ্যমন্ত্রী পারিক্কর কঠিন রোগে আক্রান্ত। তাই গোয়ার কথা মাথায় রেখে তাঁর উচিত বিশ্রাম নেওয়া। তা না করে তিনি কী এখন তাঁর অসুস্থতাকে সামনে এনে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন? এটা কী ক্ষমতালোভী রাজনীতি নয়? কংগ্রেসের তরফে এমন মন্তব্য আসার পর নতুন করে সরগরম গোয়ার রাজনৈতিক মহল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)