ঘন জঙ্গলে বৃহস্পতিবার সকালে শুরু হয় গুলির লড়াই। সেই গুলির লড়াইয়ে ১ মাওবাদীকে মারল সুরক্ষাবাহিনী। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের খুন্তি জেলার মিরাবীর জঙ্গলে। এখানেই বৃহস্পতিবার সকালে টহল দিচ্ছিল রাজ্য পুলিশ ও সিআরপিএফ-এর যৌথবাহিনী। তখনই আচমকা জঙ্গলের মধ্যে থেকে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা।
মাওবাদীরা গুলি চালাতে শুরু করায় পাল্টা গুলি চালায় যৌথবাহিনীও। শুরু হয় গুলির লড়াই। গুলির লড়াই বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। পরে যৌথবাহিনীর গুলিতে ১ মাওবাদীর মৃত্যু হয়। কয়েকজন মাওবাদী গুলির লড়াইতে আহত হয় বলে দাবি করেছে পুলিশ। তারা আহত অবস্থায় জঙ্গলে মিলিয়ে যায়।
মৃত মাওবাদীর কাছ থেকে একটি জার্মান রাইফেল, গুলি ও ১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। জঙ্গলে খানাতল্লাশিও শুরু করে যৌথবাহিনী। পালিয়ে যাওয়া মাওবাদীদের খোঁজে শুরু হয় তল্লাশি। তাদের ধরতে জঙ্গল চষে ফেলে যৌথবাহিনী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)