হেলিকপ্টার নামার আগে সেই জায়গা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়। আর তা যদি মাওবাদী বা সন্ত্রাসবাদীদের শক্ত ঘাঁটি হয় তবে তো কথাই নেই! সেই হেলিপ্যাড স্যানিটাইজেশনের কাজই চলছিল। সুরক্ষাকর্মীরা মোতায়েন ছিলেন চারিদিকে। সেই সময় আচমকাই তাঁদের ওপর হামলা হয়। হামলা চালায় মাওবাদীরা। মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটায়। প্রথমে একটি বিস্ফোরণ ঘটিয়ে সুরক্ষাকর্মীদের হতভম্ব করে তারপর চারদিক থেকে আক্রমণের রাস্তায় হাঁটে মাওবাদীরা।
চারধার থেকে মাওবাদীরা ঘিরে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালান সুরক্ষাকর্মীরাও। গুলির লড়াই চলতে থাকে। সুরক্ষাকর্মীদের ছোঁড়া গুলিতে ১ মাওবাদীর মৃত্যু হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ার পর পিছু হঠে মাওবাদীরা। জঙ্গলে পালিয়ে যায় তারা।
ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের নারায়ণপুর জেলার ওরচা এলাকায়। তবে মাওবাদী হানায় কোনও সুরক্ষাকর্মীর কোনও ক্ষতি হয়নি বলেই খবর। তবে পুরো খবর এখনও মেলেনি। এলাকা জুড়ে মাওবাদীদের খোঁজে তল্লাশি শুরু করে সুরক্ষাবাহিনী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)