ফের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষের ঘটনা ঘটল। ভোরের দিকে কানকার জেলার ছোটেবেথিয়া পাখানজোরি জঙ্গলে টহল দিচ্ছিল বিএসএফ জওয়ানরা।
এই এলাকাটি মাওবাদী অধ্যুসিত হিসাবেই পরিচিত। টহল দিতে দিতে স্থানীয় একটি নদীর ধারে বেচা গ্রামের কাছে পৌঁছলে আচমকাই তাদের ওপর হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা। ঘন জঙ্গল ঘেরা এলাকায় শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে ঘটনাস্থলেই ২ বিএসএফ জওয়ানের মৃতু্য হয়। ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সকলকেই চপারে রায়পুরে নিয়ে আসা হয়। সেখানেই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।