১টা নয়, ২টো নয়, ৩টে বাড়ি পরপর উড়িয়ে দিল মাওবাদী গেরিলা বাহিনী। মাওবাদীদের এমন তাণ্ডব অনেকদিন পরে ঘটল। ভোটের আগে থেকেই সক্রিয় হয়ে উঠেছে মাওবাদীরা। তাদের শক্ত ঘাঁটিগুলোতে নিজেদের দাপট দেখাচ্ছে। শুক্রবার তারা ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় বন দফতরের ফরেস্ট গার্ডদের জন্য তৈরি ২টি কোয়ার্টার বিস্ফোরণ ঘটিয়ে গুঁড়িয়ে দেয়। ২টি বাড়ির এক একটি তৈরি হয়েছিল ৩০ লক্ষ টাকায়। একটাই রক্ষে যে ওই সময় ২টি কোয়ার্টারেই কেউ ছিলেন না।
২টি বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পরই মাওবাদী গেরিলারা হামলা চালায় কুইরা জঙ্গলে। জঙ্গলের মধ্যেই রয়েছে বনদফতরের একটি বাড়ি। সেটি বিস্ফোরণ ঘটিয়ে মাটিতে মিশিয়ে দেয় তারা। এই ৩টি বাড়ির ধ্বংসাবশেষের কাছেই মাওবাদী পোস্টার মিলেছে। তাতে লোকসভা নির্বাচন বয়কটের ডাক দেওয়া হয়েছে। ৩টি বাড়ি ধূলিসাৎ হলেও কোনও হতাহতের খবর নেই। মাওবাদীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
ভোট চলাকালীন মহারাষ্ট্রের গড়চিরোলিতে গত বৃহস্পতিবার বিস্ফোরণ ঘটনায় মাওবাদীরা। তার আগের দিনও আইইডি বিস্ফোরণ ঘটায়। তাতে ২ সিআরপিএফ জওয়ান আহত হন। তার আগে গত বুধবার বিজেপি বিধায়কের গাড়ি উড়িয়ে দেয় তারা। ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় ঘটা সেই ঘটনায় ওই বিজেপি বিধায়ক সহ ৫ জনের মৃত্যু হয়। এমন পর পর হামলা তারা চালিয়েই যাচ্ছে। অনেক ক্ষেত্রে যোগ্য জবাবও দিচ্ছে সুরক্ষাবাহিনী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)