ঘন জঙ্গলে ঘেরা এলাকা। সেখানেই টহলদারি চালাচ্ছিলেন সুরক্ষাকর্মীরা। সেই সময় জঙ্গলের মধ্যেই তাঁদের গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণের ফলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন সুরক্ষাকর্মীরা। কিন্তু বিস্ফোরণ ঘটিয়েই শান্ত থাকেনি মাওবাদীরা। তারপরই সুরক্ষাকর্মীদের ঘিরে শুরু হয় গুলি বর্ষণ। সুরক্ষাকর্মীরা তাদের সাধ্যমত পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেন।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সরাইকেলা জেলার রাই সিন্দ্রি পাহাড়ের কাছে ঘন জঙ্গলে। ঘটনায় ১৫ জন সুরক্ষাকর্মী আহত হন। তাঁদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত সেখানে আরও বাহিনী হাজির হয়। আহতদের ওখান থেকেই আকাশপথে রাঁচির হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।
পুলিশ জানাচ্ছে, ওই আইইডি আসলে লোকসভা নির্বাচনে অশান্তি পাকানোর জন্য তৈরি করা হয়েছিল। এদিন সুরক্ষাকর্মীদের গাড়ি লক্ষ্য করে তা ব্যবহার করা হয়। ঝাড়খণ্ডের জঙ্গলাকীর্ণ এলাকায় মাওবাদীরা বেশ কিছু জায়গায় ঘাঁটি গেড়ে বসে আছে। মাঝে মধ্যেই ঝাড়খণ্ডে হামলা চালায় তারা। এদিন মাওবাদীদের টার্গেট হলেন সুরক্ষাকর্মীরা। মাওবাদীদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা