প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-য় রাস্তা তৈরির কাজ চলছিল জোরকদমে। হয়তো আসন্ন উৎসবের মরসুমের আগেই রাস্তা তৈরি করতে চাইছিল স্থানীয় প্রশাসন। কিন্তু তাতে বাধ সাধল মাওবাদীরা। এর আগেও যে রাস্তা তৈরির মত কাজে মাওবাদীরা বাধা দেয়নি এমনটা নয়। এবারও তাই হল। সন্ধে পার করে রাত নামতেই ৮-১০ জনের মাওবাদী দল হানা দেয় বিহারের গয়া জেলার ভইসা দোহার গ্রামে।
এই গ্রামের ওপর দিয়েই তৈরি হচ্ছিল পাকা রাস্তা। যা এই গ্রামের সঙ্গে অন্যান্য জায়গায় সড়ক যোগাযোগকে আরও উন্নত করত। কিন্তু বৃহস্পতিবার সন্ধে পার করতেই অন্ধকারে গা ঢাকা দিয়ে সেখানে হাজির হয় মাওবাদীরা। তারপর রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় ২টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। একটি তারমধ্যে জেসিবি মেশিন ছিল। দাউদাউ করে জ্বলতে থাকে গাড়ি ২টি।
আগুন দেখে আশপাশে থেকে সকলেই বেরিয়ে আসেন। এভাবে ২টি মেশিন জ্বালিয়ে দেওয়ার পর এখন কাজ বন্ধ রয়েছে। শুক্রবার এলাকা ঘুরে দেখে পুলিশ। যে মাওবাদীরা একাজ করেছে তাদের পাকড়াও করতে অভিযান শুরু হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ স্তব্ধ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা