মাওবাদীরা প্রতিবেশি রাজ্য ঝাড়খণ্ডে যথেষ্ট সক্রিয়। আর তারা কতটা সক্রিয় তার নমুনা তারা শনিবার সাতসকালেই দিয়ে দিল। যথেষ্ট সুরক্ষা থাকা সত্ত্বেও মাওবাদীরা একটি ব্রিজ উড়িয়ে দিয়েছে। উদ্দেশ্য একটাই। যেভাবে হোক রুখতে হবে সাধারণ মানুষের ভোটদান। প্রসঙ্গত শনিবার ছিল ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফা। সকাল থেকেই ঝাড়খণ্ডের ১৩টি জেলায় ভোট গ্রহণ শুরু হয়। সেই ভোটগ্রহণ শুরুর আগেই ব্রিজ ওড়ায় মাওবাদীরা।
মাওবাদীরা প্রতিবারই ভোট বয়কটের ডাক দেয়। ভোটের আসে এই মাওবাদী চোখ রাঙানি উপেক্ষা করেই মাওবাদী অধ্যুষিত এলাকায় মানুষকে ভোট দিতে যেতে হয়। যাতে ভোটাররা ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছতেই না পারেন সেজন্য ব্রিজ উড়িয়ে এদিন একটা চেষ্টা চালায় মাওবাদীরা। কিন্তু তাতে লাভ হয়নি। ভোট যেমন পড়ার তেমনই পড়েছে।
ঝাড়খণ্ডে ভোটের আগেই গত সপ্তাহে ৪ জন পুলিশকর্মীকে হত্যা করে মাওবাদীরা। এবার ব্রিজ উড়িয়ে ভোট দিতে যাওয়ার রাস্তা কাটার চেষ্টা করল তারা। যেহেতু বিকেল ৩টে পর্যন্ত ভোট, তাই সকাল থেকেই প্রথম দফায় মানুষের উচ্ছ্বাস নজর কেড়েছে। ঝাড়খণ্ডে সকাল থেকেই প্রচুর ভোটদান হয়। তারমধ্যেই মাওবাদীরা নাশকতার ঘটনা ঘটানোয় স্থানীয়ভাবে একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা