National

সুকমায় ফের মাওবাদী হানা, মৃত ১১ সিআরপিএফ জওয়ান

বছরের সবচেয়ে বড় মাওবাদী আক্রমণের ঘটনা ঘটল শনিবার। ছত্তিসগড়ের আদিবাসী অধ্যুষিত বস্তার এলাকার সুকমা জেলার ভেজিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা এদিন রাস্তা পরিস্কার কিনা তা খতিয়ে দেখছিলেন। অভিযোগ ঠিক সেই সময়েই জঙ্গলের মধ্যে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। তারপরই সিআরপিএফ জওয়ানদের ঘিরে ধরে চলে এলোপাথাড়ি গুলিবর্ষণ। অতর্কিত আক্রমণে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জওয়ানরা। কমপক্ষে ১১ জন জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বেশ কয়েকজন জওয়ান আহত। তাঁদের দ্রুত আকাশপথে হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, মাওবাদীরা সিআরপিএফের ১০টি বন্দুক ও একটি রেডিও সেট নিয়ে চম্পট দেয়। ঘটনায় শোকপ্রকাশ করে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং মাওবাদীদের এই আক্রমণকে কাপুরুষের মত কাজ বলে ব্যাখ্যা করেছেন। বস্তারে মাওবাদীরা তাদের পায়ের তলার মাটি হারাচ্ছে বলেই এ ধরণের কাজ করছে বলে জানান তিনি। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে সিআরপিএফ। মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button