Sports

ডোপ টেস্টে ব্যর্থ শারাপোভা, সাময়িক নির্বাসন

Maria Sharapovaডোপ টেস্টে ব্যর্থ মারিয়া শারাপোভাকে সাময়িক নির্বাসনের সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে ব্যর্থ হন টেনিস সুন্দরী।

গত ১০ বছর ধরে মেলডোনিয়াম নামের ওষুধটি তিনি সেবন করেন বলে জানিয়েছেন শারাপোভা। নিজের শরীরে ম্যগনেসিয়ামের ঘাটতি ও পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকাই তাঁর মেলডোনিয়াম সেবনের কারণ বলে দাবি শারাপোভার। এ বছরই ওয়াডা মেলডোনিয়ামকে নিষিদ্ধ তালিকা ভুক্ত করায় তাঁর এই বিপত্তি। ১২ই মার্চ থেকে লাগু হচ্ছে শারাপোভার নির্বাসন।


প্রসঙ্গত, আনা কোর্নিকোভার পর টেনিসের সর্বাধিক আলোচিত গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা। পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভার জন্য শুধুমাত্র কোর্টের লড়াই নয়, দৃষ্টি আকর্ষণকারী ফোটোশুটও খ্যাতির পথ প্রশস্ত করেছে। শারাপোভার কোর্টে নামতে না পারা তাঁর খবরের শিরোনামে থাকাকে কোনওভাবেই হয়ত প্রভাবিত করবে না। তবে যে টেনিসের মঞ্চকে পাথেয় করে তাঁর এই গ্ল্যামার কুইন হয়ে ওঠা, শারাপোভার জন্য তার যবনিকা পতন এদিনই হয়ে গেল বলে মত বিশেষজ্ঞদের অন্যদিকে স্পনসর নাইকি শারাপোভার নির্বাসনের খবরে তাঁর সঙ্গে নিজেদের চুক্তি বাতিল করেছে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button