৫ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার নাম জড়াল দিল্লির একটি আবাসন দুর্নীতিতে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। দিল্লি পুলিশের কাছে মারিয়া শারাপোভার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পীযূষ সিং নামের এক আইনজীবী। ঘটনা হল ২০১২ সালে দিল্লির একটি বিলাসবহুল আবাসনের নামকরণ থেকে তার গুণাগুণ নিয়ে ফলাও করে প্রচার, সবই করেছিলেন মারিয়া শারাপোভা। ২০১২ সালে তিনি যখন ভারত সফরে আসেন তখন জন্ম নিতে চলা বিলাসবহুল আবাসনের হয়ে প্রচার করেছিলেন তিনি। যে সংস্থা ওই আবাসন বানাচ্ছিল সেই হোমস্টিড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সংস্থা এরপর মারিয়া শারাপোভার সেই প্রচার ভাঙিয়ে মানুষের মনে বিশ্বাস তৈরি করে আবাসন নির্মাণের আগেই বুকিংয়ের নামে কোটি কোটি টাকা তোলে বলে অভিযোগ। তারপর আবাসন তৈরির রাস্তায় না হেঁটে সব টাকা নিয়ে রাতারাতি ভ্যানিস হয়ে যায়। এই আবাসনে ফ্ল্যাট কেনার জন্য টাকা জমা দিয়েছিলেন আইনজীবী পীযূষ সিং-ও। অনেকের সঙ্গে একইভাবে তিনিও প্রতারিত হন। তারপরই তিনি পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন।
পুলিশের কাছে পীযূষ সিং দাবি করেছেন, মারিয়া শারাপোভা যখন ওই সংস্থার হয়ে প্রচার করেছেন তখন তার মানে হল আইনত মারিয়া ওই সংস্থার এজেন্ট। তাঁর আরও দাবি, মারিয়া শারাপোভা ওই আবাসনের প্রচার না করলে কেউই ওই আবাসনে ফ্ল্যাট কেনার উৎসাহ দেখাতে যেতেন না। পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর অভিযোগকারী জানিয়েছেন, পুলিশ মারিয়া শারাপোভার বিরুদ্ধে জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছে। বিশ্ব জোড়া খ্যাতিসম্পন্ন মারিয়া শারাপোভার নাম দিল্লির একটি আবাসন দুর্নীতিতে জড়ানোয় অনেকেই হতবাক। দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে।