প্লাস্টিক খাওয়া প্রাণির সন্ধান মিলল গভীর সমুদ্রে
১১ কিলোমিটার গভীরে সেইসব প্রাণিদের বিচরণস্থল। তাদের পেটের ভিতর পরীক্ষা করে চক্ষু চড়কগাছ বিজ্ঞানীদের। পাওয়া গেছে প্লাস্টিকের টুকরো।
সমুদ্রের গভীরতম অঞ্চলে বসবাসকারী প্রাণিদের পেটে পাওয়া গেল প্লাস্টিকের টুকরো। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত মারিয়ানার কাছে ১১ কিলোমিটার গভীরে ক্রাসটাসিয়ান নামে সেইসব প্রাণিদের বিচরণস্থল। তাদের পেটের ভিতর পরীক্ষা করে চক্ষু চড়কগাছ বিজ্ঞানীদের। সমুদ্রের গভীরতম স্থানে বাস করা ওই প্রাণির পেটে প্লাস্টিক গেল কিভাবে!
শুধুমাত্র ক্রাসটাসিয়ানের পেটেই নয়, ওই জায়গার আশপাশের প্রায় ৯০টি আলাদা আলাদা প্রাণি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। তাদের শরীরের ভিতরেও পাওয়া গেছে প্লাস্টিকের টুকরো।
সেগুলি সংগ্রহ করে বিজ্ঞানীরা দেখেছেন, বস্ত্রশিল্পে ব্যবহৃত সেমি সিনথেটিক মাইক্রো ফাইবার জাতীয় উপাদান দিয়ে তা তৈরি। যা প্রাণিদেহের পক্ষে খুবই ক্ষতিকারক।
সমুদ্র দূষণের অন্যতম কারণ লাগামছাড়া প্লাস্টিকের ব্যবহার। এরফলে সমুদ্র জগতের বাস্তুতন্ত্রের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৩০০ মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রের সিংহভাগ দখল করেছে। যার মাশুল শুধু মানবজগত নয়, স্থল ও জলে বাস করা অন্যান্য প্রাণিদেরকেও দিতে হচ্ছে।
প্লাস্টিক দূষণ পৃথিবীবাসীর কাছে বর্তমানে অন্যতম বিপজ্জনক চ্যালেঞ্জ। বারবার প্লাস্টিক ব্যবহারে লাগাম টানতে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। সেই প্লাস্টিক এবারে জল জগতের অধিবাসীদের শরীরে প্রবেশ করায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জীববিজ্ঞানীরা।